সাতক্ষীরার তালায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিন ব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হযেছে। সোমবার (২৪ ফেব্রয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তর রুমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন। বক্তব্য রাখেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ন চন্দ্র সরকার, মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোবিন্দ ঘোষ, তালা প্রেক্লাবের সভাপতি এম এ হাকিম প্রমুখ। এসময় অতিথি সহ দর্শনার্থীরা বিভিন্ন ইউনিয়নের তৈরী কৃষি পণ্য’র ষ্টল পরিদর্শন করেন।