সাতক্ষীরার তালার খলিলনগর ইউনিয়নে ভিডব্লিউবি কার্যক্রম বাস্তবায়িত হবে। দুই বছর মেয়াদি এ কার্যক্রমের আওতায় ২২৩ জন নারীকে বাছাই করা হচ্ছে। প্রকাশ্য জনগনের মতামতের ভিত্তিতে ২০২৩-২০২৪ কার্যক্রমের সভা অনুষ্ঠিত করা হচ্ছে। শনিবার বিকালে হরিশ্চন্দ্রকাটি সমাজ কল্যান মাঠে সংরক্ষিত সদস্য নাছিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু । এসময় বক্তব্য রাখেন সংরক্ষিত সদস্য শিরিনা খাতুন, পারভীন বেগম, সাধারণ সদস্য প্রকাশ দালাল, লিয়াকত হোসেন, বিকাশ মন্ডল আবু হাসান, জিয়াউর রহমান, সেলিম হোসেন,আব্দুল জলিল, সাহাদাৎ হোসেন, মো. আওরঙ্গজেব প্রমূখ।
খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু বলেন, আমি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন উন্নয়ন কাজ করছি। প্রকাশ্য জনগনের মতামতের ভিত্তিতে ভিডব্লিউবি কার্যক্রমের সভা অনুষ্ঠিত হচ্ছে। একার্যক্রমের অস্বচ্ছল, বিধবা ও তালাকপ্রাপ্ত নারী, যাদের পরিবারের নিয়মিত আয় নেই এমন নারী এ কার্যক্রমের উপকারভোগী হবেন।