সাতক্ষীরা তালা উপজেলায় নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য অধিদপ্তরের বাস্তবায়নে ওএমএস কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পাটকেলঘাটা বাজারে একটি কেন্দ্রে চাল বিক্রয়ের উদ্বোধন করেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,সরুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান আব্দুল হাই,উপজেলা খাদ্য নিয়ন্ত্রকগোপাল চন্দ্র দাস, পাটকেলঘাটা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আবুল হাসান, ওএমএস ডিলার আব্দুর রব পলাশ প্রমূখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর সূত্রে জানাযায়, উপজেলার তালা ও পাটকেলঘাটা বাজারে ২টি পয়েন্টে ডিলারদের মাধ্যমে খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে চাউল বিক্রয় করা হচ্ছে। একজন ব্যক্তি ৫ কেজি করে চাল ক্রয় করতে পারবেন। এই কার্যক্রম আগামী ৩ মাস পর্যন্ত চালু থাকবে । সপ্তাহে ৫ দিন ওএমএস’র দোকান থেকে চাল ক্রয় করতে পারবেন জনসাধারণ ।