‘প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ- ২০১৯ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বুধবার সকালে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলার ইউআরসিতে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মোস্তাফিজর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পিটিআই এর সুপার এস এম রাউফার রহিম। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউআরসি ইন্সট্রাক্টর বৈদ্যনাথ সরকার ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ওবায়দুল্লাহেল আসলাম,মিজানুর রহমান,সচীন্দ্র নাথ বিশ্বাস,সঞ্চয় কুমার মন্ডল,দেবাশীষ দাশ,দেব্রত রায়,প্রধান শিক্ষক মিজানুর রহমান,এসএম লিয়াকত হোসেন,আব্দুর রাজ্জাক,সোহরাব হোসেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকসহ শিক্ষার্থীরা।