সাতক্ষীরার তালায় মাদক,ইভটিজিং,সন্ত্রাস, চোরাচালান ও বাল্য বিবাহ প্রতিরোধে বিট পুলিশিং কার্যক্রম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে তালা থানা ও ইসলামকাঠি ৩নং বিট পুলিশিং আয়োজনে চাঁদপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার তালা সার্কেল মোঃ সাজ্জাদ হোসেন। ইসলামকাটি পুলিশিং কমিটির সভাপতি ডাঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে ও উপ-পরিদর্শক (এসআই) কাওছার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম, ইসলামকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, সাবেক চেয়ারম্যান সুভাষ চন্দ্র সেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য, সাংবাদিক, ৩নং বিট পুলিশিং বিটের সাধারন জনগন।
প্রধান অতিথীর বক্তব্যে সহকারী পুলিশ সুপার মোঃ সাজ্জাদ হোসেন বলেন, অপরাধ প্রতিরোধে উপস্থিত সকলকে সচেতন নাগরিক হওয়া-সহ পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান। জনগণ যদি তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করে তাহলে অপরাধ প্রবনতা কমে আসবে। এ জন্য প্রত্যেক পিতা-মাতাকে তাঁর নিজ-নিজ সন্তানদের প্রতি দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।