তালা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বেতনা-মরিচ্চাপ রিভাস বেসিন কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে সভায় সভাপতিত্ব করেন বেতনা-মরিচ্চাপ রিভাস বেসিন কমিটির সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিপু।
সভায় আরও উপস্থিত ছিলেন পানি কমিটি নেতা অধ্যাপক হাশেম আলী ফকির, সাতক্ষীরা সদর উপজেলা পানি কমিটির সভাপতি সাংবাদিক মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হুদা, বেতনা-মরিচ্চাপ রিভাস বেসিন কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ বাবু, বীর মুক্তিযোদ্ধা কাজেম আলী, অধ্যাপক আতাউর রহমান, ইউপি সদস্য আব্দুস সামাদ, মোঃ মফিজুর রহমান, মোঃ হাফিজুর রহমান, লক্ষ্মীকান্ত সরকার, মোসলেমা খাতুন, মালঞ্চ বিবি, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, উত্তরণ কর্মকর্তা দিলীপ সানা, ইকবাল হোসেন লাভলু প্রমুখ। সভায় বক্তারা বলেন, এ বছর সাতক্ষীরা পৌরসভাসহ ৬টি ইউনিয়ন দীর্ঘ সময় জলাবদ্ধ কবলিত থাকে, যার মূল কারণ বেতনা নদী পলি দ্বারা ভরাট। সে কারণে জলাবদ্ধ কবলিত সাতক্ষীরার ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের অতিদ্রুত আরেকটি মিটিং করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয় । এছাড়া সভা শেষে বেতনা নদী অববাহিকার জলাবদ্ধতা নিরসনের জন্য পূর্বে যে প্রকল্প গ্রহণ করা হয়েছে সে প্রকল্পে টিআরএমকে সংযুক্ত করে তা দ্রুত বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়