সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের শাহাপুর গ্রামে লকডাউনের মধ্যে বিয়ের আয়োজন করায় ছেলের পরিবারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২ আগস্ট) দুপুরে শাহপুর গ্রামের গফুর মহালদারের পুত্র মোঃ শাহিনুর মহালদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ স এম তারেক সুলতান।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল নাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তালা উপজেলার শাহাপুর গ্রামের একটি বাড়িতে বিয়ের আয়োজন চলছে। খবর পেয়ে সেখানে গিয়ে দেখা যায়, আত্মীয়-স্বজনদের খাওয়া-দাওয়ার জন্য রান্নার আয়োজন চলছে। প্রাথমিকভাবে ছেলে-মেয়ের বয়স ঠিক থাকলেও লকডাউন চলাকালীন সরকারি আইন অমান্য করে বড় পরিসরে বিয়ের আয়োজন করার কারণে ভ্রাম্যমাণ আদালত ছেলের পরিবারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।