তালা অফিসঃ তালা উপজেলার সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক শহীদ সাইফুল আলমের ২৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮অক্টোবর) বিকালে তালার মেলাবাজারে ছাত্রদলের উদ্দ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক মির্জা আতিয়ার রহমান, তালা থানা ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, সদস্য সচিব এসকে ফারুক হোসেন, পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহ্বায়ক রিজভী আহম্মেদ, সদস্য সচিব আবিদ হোসেন, তালা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ রিপন হোসেন, সদস্য সচিব রায়হান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যদিকে, তার পরিবারের পক্ষ থেকে তালার রহিমাবাদ গ্রামে তার কবর জিয়ারত করা হয়।
নেতৃবৃন্দরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। উল্লেখ্য, ১৯৯৪ সালে ৮ই অক্টোবর ছাত্রদলের উদ্যোগে নবীনদের আগমনে একটি শান্তিপূর্ণ মিছিল তালা সরকারি কলেজ মাঠে প্রবেশ করার সময় বিপদগামী কিছু দূর্বৃত্তদের বোমা হামলায় সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিহত হন।