আন্তর্জাতিক ডেস্কঃআফগানিস্তানে ১৮ বছরের যুদ্ধের অবসানের লক্ষ্যে দেশটির জঙ্গিগোষ্ঠী তালিবানের সঙ্গে ঐতিহাসিক শান্তি চুক্তিতে সই করতে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। খবর ‘গালফ নিউজ’।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, কাতারের স্থানীয় সময় শনিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ চুক্তি স্বাক্ষরিত হবে। বৈঠকে অংশ নিতে তালিবানের ৩১ সদস্যের একটি প্রতিনিধি দল আগেই কাতার পৌঁছেছে।
এ বিষয়ে তালিবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, দুই পক্ষের মধ্যে আলোচনা এবং শান্তি চুক্তি সই হওয়ার সময় যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতির প্রতি অনড় থাকবে বলে আশা করছি আমরা। এছাড়া এই চুক্তি স্বাক্ষরকে কেন্দ্র করে তালিবানের সব সদস্যকে যেকোনো ধরনের হামলা থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন জবিউল্লাহ মুজাহিদ।
জানা গেছে, এই চুক্তির আওতায় যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে হাজার হাজার মার্কিন সেনা প্রত্যাহারের পাশাপাশি দেশটিতে স্থায়ী যুদ্ধবিরতি পালনের কথা বলা হয়েছে।