খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী তিন দিনের সফরে খুলনা আসছেন ২০ মে শুক্রবার। তিন দিনের এই সফরে তিনি তার নির্বাচনী এলাকা রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
সফরসূচি অনুযায়ি এমপি সালাম মূর্শেদী ২০ মে সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে যশোর হয়ে বেলা সাড়ে ১১টায় খুলনাস্থ কাস্টমঘাট নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে উপস্থিতি হবেন। পরে দুপুর ১টায় রূপসা উপজেলার বাগমারা মসজিদ এ আকসায় জুম্মার নামাজ আদায় করে বিকাল ৩টায় রূপসা উপজেলার বাসস্ট্যান্ডে নৈহাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করবেন। সন্ধ্যা ৭টায় খুলনার কাস্টম ঘাটস্থ নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন।
শনিবার সকাল ১০টায় তেরখাদা উপজেলা সদরে সড়ক ও জনপদ অধিদপ্তরের আওতাধীন তেরখাদা ব্রীজের সড়ক ও জনপদ চলমান কাজ পরিদর্শন ও বিকল্প সড়কের উদ্বোধন করবেন। এছাড়া সকাল সাড়ে ১০টায় তেরখাদা উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন ভবনের উদ্বোধন, দুপুর ১২টায় রূপসা উপজেলার শিয়ালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুইতলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন, দুপুর সাড়ে ১২টায় রূপসা উপজেলার শিয়ালী পুলিশ ক্যাম্প হতে শশ্মান মন্দির অভিমুখে যাতায়াতের রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন, দুপুর ১টায় রূপসা উপজেলার চাঁদপুর কলেজের নতুন চার তলা একাডেমিক ভবনের উদ্বোধন, বিকাল সাড়ে ৪ টায় রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত আজম খানের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করবেন। বিকাল ৫টায় রূপসা উপজেলার কাজদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন ও সন্ধ্যা ৭টায় খুলনাস্থ নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন।
২২মে রবিবার সকাল ১০টায় রূপসা উপজেলায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ইলিশ ধরা জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ, সকাল সাড়ে ১০টায় উপজেলার বাগমারা দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্লেইং এক্সেসরিজ উদ্বোধন এবং বিভিন্ন বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত কাজের চেক বিতরণ এবং উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সাথে “প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে অংশীজনের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ এবং দুপুর ২টায় দিঘলিয়া উপজেলার সেনহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী ভবনের উদ্বোধন করবেন।
বিকাল ৩টায় দিঘলিয়া উপজেলার সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে সেনহাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করবেন। বিকাল ৫টায় উপজেলার পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে এমপি সালাম মূর্শেদী হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন ।