চ্যানেল খুলনা ডেস্কঃতুরস্ক থেকে বিমানে পেঁয়াজের প্রথম চালান দেশে আসছে আজ শুক্রবার (২২ নভেম্বর)। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মাধ্যমে টার্কিশ এয়ারলাইনসে করে আমদানিকৃত পেঁয়াজ ঢাকায় এসে পৌঁছাবে। এই চালান বাংলাদেশে এলে পেঁয়াজের বাজার স্থিতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।শুক্রবার পেঁয়াজবাহী উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) মেঘনা গ্রুপের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল জানান, আরও কয়েকটি বিমানে করে মেঘনা গ্রুপের পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে। এ ছাড়াও মেঘনা গ্রুপের প্রায় ১২ থেকে ১৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ দেশে আনা হবে। এই পেঁয়াজ আগামী ১ ডিসম্বর থেকে সমুদ্র পথে জাহাজে করে চট্টগ্রাম বন্দরে আসা শুরু হবে। যা পরে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কে হস্তান্তর করা হবে। এতে করে পেঁয়াজের বাজার স্বাভাবিক হবে এবং দেশের জনগণের মনে স্বস্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন মোস্তফা কামাল।