তেরখাদা উপজেলা সদর ইউনিয়নের আটলিয়া এলাকার আশ্রয়ন প্রকল্পে অগ্নিকান্ডে ১৫ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার (২৫ জানুয়ারি) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুই ঘন্টা চেষ্টার পর স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আসে।
খবর পেয়ে খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদী তার প্রতিষ্ঠিত ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র প্রতিনিধিদের দ্রুত ঘটনাস্থলে পাঠান এবং ঘটনার পর থেকে এমপি প্রতিটি মুহুর্ত প্রকল্পের বাসিন্দাদের খোঁজখবর রাখেন।
আজ বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে আব্দুস সালাম মূর্শেদী এমপি’র নির্দেশে ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র সদস্যরা খাদ্য সহায়তা ও শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় ভিডিও কনফারেন্সে মাধ্যমে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সাথে তিনি কথা বলেন। এ সময় অগ্নিদগ্ধ আশ্রয়ন প্রকল্পের ঘর দ্রুত পুনঃনির্মাণ সহ ক্ষতিগ্রস্থ ১৫ টি পরিবারের মানুষেরা ঘুরে দাড়ানোর পূর্বমুহুর্ত পর্যন্ত খাদ্য সহায়তার আশ্বাস প্রদান করেন।
খাদ্য সহায়তা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সদস্য ফ ম আব্দুস সালাম, উপজেলা আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, জেলা স্বেচ্চাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন, এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচী, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার সামছুল আলম বাবু, আ’লীগ নেতা আব্বাস মোল্যা, যুবলীগ নেতা শেখ শামীম হাসান, স্বেচ্চাসেবক লীগ নেতা মঈন উদ্দিন, শেখ আনিছুল হক, খান ফরাদুজ্জামান সুমন, মহিলা আ’লীগ নেত্রী আঞ্জুয়ারা সুমি, ইউপি সদস্য কামরান, আনিস, জাহাঙ্গীর মুন্সী, আব্দুল হক, ছাত্রলীগ নেতা শেখ হুসাইন আহমেদ, আনারুল ইসলাম, রমিজ শেখ প্রমুখ।