নিজের পরিবারে জন্য দই আনতে বের হয়ে ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া মোটরসাইকেলে ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারালেন যশোরের রেলগেট এলাকার বাসিন্দা মোটর পার্টস ব্যবসায়ী আসাদুজ্জামান টকি।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় যশোর রেলগেটস্থ পুরাতন বেনাপোল বাসস্ট্যান্ডের সামনে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শুক্রবার ১২ টার দিকে আসাদুজ্জামান টকি নিজ বাড়ির সন্নিকটে রাস্তা পার হওয়ার সময় মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন এবং ঘটনাস্থলে তিনি মারা যান। পরে তাকে যশোর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী ঘাতক মোটরসাইকেলটিকে আটক করে। মোটরসাইকেল আরোহী ও গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রেলগেট এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাকে একনজর দেখার জন্য এলাকাবাসী তার বাড়িতে ভিড় জমায়। নিহত আসাদুজ্জামান টকি যশোর রেলগেট এলাকার বাসিন্দা মো. ইসরাইল হোসেনের বড় ছেলে এবং খুলনা থেকে প্রকাশিত দৈনিক খুলনা টাইমস এর বার্তা সম্পাদক এস এম নূর হাসান জনির মামাতো ভাই।
এদিকে শুক্রবার বাদ মাগরিব যশোর রেলগেট সংলগ্ন যশোর জেলা মডেল মসজিদ প্রাঙ্গণে মরহুম আসাদুজ্জামান টকির নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং চাঁচড়া রাজবাড়ী কবরস্থানে তাকে দাফন করা হয়। আসাদুজ্জামান টকি মৃত্যুকালে স্ত্রী,কন্যা, পিতা-মাতা,ভাই বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার (১০ফেব্রুয়ারি) বাদ আসর মরহুমের রূহের মাগফেরাত কামনায় যশোর জেলা মডেল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।