বৃহস্পতিবার (২৪ জুন) বিকালে ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র আয়োজনে রূপসা উপজেলার ‘দলিত সম্প্রদায়ে’র ১৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেন, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরনকালে সালাম মূর্শেদী এমপি বলেন, শেখ হাসিনা সরকারের সময়ে কেউ অনাহারে থাকবে না। বর্তমান সরকার ছিন্নমূল গৃহহীন ভূমিহীন মানুষের মাঝে জমিসহ ঘর উপহার দিচ্ছেন, ঠিক তেমনি কেউ যাতে করোনাকালীন সময়ে অনাহারে না থাকে তার জন্য খাদ্য সামগ্রী বিতরণ প্রক্রিয়া অব্যহত রেখেছেন। এ কারনে খুলনা-৪ আসনের প্রান্তিক পর্যায়ের খেটে খাওয়া ও দিনমজুর সম্প্রদায়কে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম চলমান থাকবে।
তিনি বলেন, ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র মাধ্যমে দুঃস্থ, অসহায়, নিম্ন মধ্যবিত্ত এমনকি দলিত সম্প্রদায়ের মানুষের মাঝেও করোনাকালীন সময়ে খাদ্য সহায়তা সহায়তা প্রদান করে যাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, বিশেষ অথিতি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি টিএসবি সদর এমপির প্রতিনিধি সৈয়দ মোরশেদুল আলম বাবু। ইউপি চেয়ারম্যান মো: জাহাঙ্গির শেখের সভাপতিত্বে ও এমপির প্রতিনিধি এস এম হাবিবের পরিচালনায় বক্তৃতা করেন, এমপির প্রধান সমন্বয়ক ও যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক এমপির প্রতিনিধি মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান শেখ, আসাদুজ্জামান, রাজিব দাস, আজিজুল হক কাজল, আজমল ফকির,নুর ইসলাম, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার শামসুল আলম বাবু, দলিত কল্যাণ সংস্থার উপদেষ্টা বাকির হোসেন বাকু, সাংবাদিক আ:রাজ্জাক শেখ, সেবা সংঘের তরিকুল ইসলাম, খলিল, আরাফাত,রাসেল,শিমুল,ছাত্রলীগের এস এম রিয়াজ,হিমেল,জাহিদুলসহ দলের নেতৃবৃন্দ।-খবর বিজ্ঞপ্তি