সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
দাকোপে জোর পূর্বক ধান কেটে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন। | চ্যানেল খুলনা

দাকোপে জোর পূর্বক ধান কেটে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন।

দাকোপের তিলডাঙ্গা এলাকায় রাতের আধারে জমির উৎপাদিত আধা পাকা ধান কেটে নেওয়া এবং ক্ষতি সাধনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকাল ৩টায় দাকোপ প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে লিখিত বক্তব্যে তিলডাঙ্গা এলাকার মৃত শীবেন্দ্রনাথ সরদারের ছেলে ভূক্তভোগি সুরঞ্জন সরদার বলেন, উপজেলার তিলডাঙ্গা মৌজার এস এ ১/১৯ ও ১/২০ নম্বর খতিয়ানের ১৩৮৮ নম্বর দাগের মোট ১.৬০ একর জমি ৪১৪ ও ৪১৫/ ৭৬-৭৭ নম্বর কেসে বন্দোবস্ত প্রাপ্ত আব্দুল খালেক ঢালী ও আহাদ আলীর নিকট থেকে সুরঞ্জন সরদার, মৃত্যুঞ্জয় সরদার ও ধিমান রায় ক্রমিক ক্রয় সূত্রে প্রকৃত মালিক হয়ে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছেন।

কিন্তু গত ২৩ নভেম্বর রাত ৩টায় তিলডাঙ্গা ইউনিয়নের কাঁকড়া বুনিয়া এলাকার মতিয়ার রহমান সানার ছেলে আবুল কাসেম সানা ও বটবুনিয়া এলাকার মৃত দেবব্রত বাছাড়ের ছেলে চন্দন বাছাড়ের নেতৃত্বে ৩০/৩৫ জন লোক নিয়ে উক্ত জমির ধান কেটে নেয়। পরে খবর পেয়ে ভোর ৬টায় জমিতে গিয়ে ধান কাটার কারণ জানতে চাইলে তারা ভয়ভিতি ও হুমকি ধামকি দিয়ে মারতে উদ্যত হয়। এতে ভূক্তভোগি সুরঞ্জন গং চরম নিরাপত্ত হীনতায় ভোগছে। তারা ন্যায় বিচারের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

এ সময়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গনেশ সরদার, আবু সাইদ, মাধুরী সরদার, প্রণতি সরদার। এ বিষয়ে আবুল কাসেম সানা বলেন মঙ্গলবার উপজেলা বিএনপি কার্যলয় কাগজ পত্র নিয়ে উভয় পক্ষের শালিসি বৈঠক আছে। সেখানে কাগজ পত্রে যে জমি পাবে সে ওই জমির প্রকৃত মালিক হবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

রায়েল মহল থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ২

ঈদ-উল ফিতরের দীর্ঘ ছুটিতেও দিঘলিয়াতে মা ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদান

রয়েল মোড়ে টিকিটের দাম বেশি রাখায় ২২ হাজার টাকা জরিমানা

দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ মানুষের ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক অধিকার কেড়ে নিয়েছিল

খুলনার শীর্ষ সন্ত্রাসীসহ ১০ জন গ্রেপ্তার, বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার

ভৈরব সেতুর কাজ দ্রুত সম্পন্নের দাবীতে দিঘলিয়ায় মানববন্ধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।