চ্যানেল খুলনা ডেস্কঃদাকোপের খেজুরিয়া এলাকায় সুব্রত মন্ডল (৩০) নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রবিবার রাতে অজ্ঞাত ফোনে বাড়ি থেকে বের হওয়ার পর ভোরবেলা পার্শ্ববর্তী বিলে তার লাশ পাওয়া যায়। দাকোপ থানা পুলিশসহ সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, পশ্চিম ঢাংমারী নিজ মুদি দোকানে থাকা অবস্থায় রবিবার রাত ৮টার দিকে সুব্রতের কাছে একটি ফোন আসে। এ সময় সে স্ত্রীকে দোকানে রেখে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যায়। রাত গভীর হলেও সে ফিরে না আসায় এবং তার মোবাইল বন্দ পাওয়ায় পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খুঁজতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত আড়াইটার দিকে আমতলা খেজুরিয়া সড়কের ফাকা রাস্তায় সুব্রতর মোটরসাইকেল পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিক দাকোপ থানা পুলিশকে জানালে পুলিশ সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য নিমাই মন্ডলের হেফাজাতে মোটরসাইকেলটি রাখে। এরপর অনুসন্ধান চলাকালে ভোর সাড়ে ৫টার দিকে সেখানকার বিলে সুব্রতর গলাকাটা লাশ পাওয়া যায়।
খবর পেয়ে সিনিয়র এএসপি (দাকোপ সার্কেল) হুমায়ুন কবির, দাকোপ থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম চৌধুরীসহ থানা পুলিশ এবং খুলনার সিআইডি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ ময়না তদন্তের জন্য খুলনায় পাঠানো হয়েছে। পুলিশ জানায়, লাশের অদুরে সিগারেটের অংশ এবং জিলাপীর টুকরোসহ কিছু আলামত পাওয়া গেছে। তবে সুব্রতের কাছে থাকা মোবাইল ফোন স্বর্ণের চেইন ও আংটি পাওয়া যায়নি। হত্যাকান্ডের মোটিভ সম্পর্কে পুলিশ বা নিহতের পরিবারের পক্ষ থেকে প্রাথমিকভাবে কোন ধারনা দিতে পারেনি। এক সন্তানের জনক সুব্রত পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক ও মুদি দোকানী। সে ঢাংমারী গ্রামের হ্নদয় মন্ডলের একমাত্র পুত্র।