চ্যানেল খুলনা ডেস্কঃসদ্য প্রকাশিত রাজাকারের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পেনড্রাইভ করে আসার পর তার দাড়ি, কমা ও সেমিকোলনও পরিবর্তন না করে তা হুবহু প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বুধবার (১৮ ডিসেম্বর) মানিকগঞ্জের বিজয় মেলায় মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম প্রকাশের দায়ভার আমরা অস্বীকার করছি না। দায়ভার আমাদের ওপর বর্তায় বলেই আমরা দুঃখ প্রকাশ করছি। তালিকা মাত্র শুরু হয়েছে আগামীতে আরও সতর্কভাবে তালিকা প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, যে ৫-১০ জনের নাম পেয়েছি এবং এর বাইরেও যদি কারও নাম থাকে তাহলে আমরা নিজ উদ্যোগে সংশোধন করে দেব। সংশোধনের জন্য কোনো প্রকার আবেদন করতে হবে না বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের জন্য ১৪ হাজারের অধিক বাড়ি নির্মাণ করে দেবে। প্রতিটি বাড়িতে খরচ হবে ১৬ লাখ টাকা করে।