ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স কক্ষে ২০ জুন ২০২৩ তারিখ সকাল ১০ টা ৩০ মিনিটে দি হাঙ্গার প্রজেক্ট এর গ্লোবাল পুষ্টি নিশ্বিতকরন কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফকিরহাট এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শিশির বসু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: দিলদার হোসেন,সহকারি পরিচালক, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, বাগেরহাট। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফকিরহাট জনাব মারুফা বেগম নেলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব পলাশ কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব শেখ মোস্তাহিদ সুজা, মেডিকেল অফিসার ডা: মোহ্তিশাম আরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব তাহিরা খাতুন । দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আঞ্চলিক সমন্বয়কারী জনাব মাসুদুর রহমান,টেকনিক্যাল এক্সপার্ট ডা:আওরঙ্গজেব আল হোসাইন, সিনিয়র প্রোগ্রাম অফিসার তাসনিম তারান্নুম ও রুবিনা আক্তার এবং এরিয়া কো-অর্ডিনেটর কাজী মিজানুর রহমান উপস্থিত ছিলেন। সভার শুরুতে পুষ্ঠি নিশ্বিতকরন প্রকল্পের উপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট এর টেকনিক্যাল এক্সপার্ট ডা: আওরঙ্গজেব আল হোসাইন। এরপর সকলে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন এবং প্রকল্পের কার্যক্রমে নিজেদের সংশ্লিষ্টতার বিষয়ে সম্মতি প্রকাশ করেন । গ্লোবাল পুষ্টি কার্যক্রমের আওতায় গর্ভবতী মা এবং ৫ বছরের কম বয়সী শিশুদের পুষ্টি নিশ্বতকরনের জন্য বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হবে। অত্র ফকিরহাট উপজেলার সকল ইউনিয়নে মাঠ পর্যায়ে গর্ভবতী মা ও শিশুদের পুষ্টি নিশ্বিতকরনের জন্য ইতিমধ্যে ইউনিয়ন সমন্বয়কারী ও ইউনিয়ন ভিত্তিক ৩ জন পুষ্টি উজ্জ্বিবক নিয়োগ দেওয়া হয়েছে। প্রধান অতিথিদের বক্তব্যে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারি পরিচালক মো: দিলদার হোসেন বলেন দি হাঙ্গার প্রজেক্টের এটি একটি দারুন উদ্যোগ । ইতিমধ্যে আমরা পরিবার পরিকল্পনা অফিসের মাধ্যমে এই বিষয়ে কাজ করছি। আমরা সকলে মিলে যৌথ সমন্বয়ে এই কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য আমরা যদি এগিয়ে আসি তবে আমরা সফল হব। আমি আশা করি স্বাস্থ্য বিভাগ এবং পরিবার পরিকল্পনা অফিস সহ আপনারা দি হাঙ্গার প্রজেক্টের হয়ে যে উদ্যোগ নিয়েছেন তা সত্যিই সফল হবে। আর, এর মধ্য দিয়ে সরকারি উদ্যোগ দারুনভাবে কার্যকর হবে। আমাদের দপ্তর এই কার্যক্রম বাস্তবায়নে মাঠ পর্যায়ে সর্বাত্বক সহযোগিতা করবে। এছাড়া ফকিরহাট উপজেলায় এই কার্যক্রম বাস্তবায়নের জন্য খুবই ভাল জায়গা। দি হাঙ্গার প্রজেক্ট এর খুলনা আঞ্চলিক সমন্বয়কারী মো. মাসুদুর রহমান তার বক্তব্যের মধ্য দিয়ে এই প্রকল্প বাস্তবায়নের জন্য সকলের নিজস্ব অঙ্গিকার ও সম্মতি গ্রহন করেন। অবহিতকরন সভার সভাপতি আবাসিক মেডিকেল অফিসার ডা: শিশির বসু তার সমাপনী বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফকিরহাট এর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্বক সহযোগিতা করবে বলে সকলকে আশ্বস্ত করেন।