মাস্ক পরার অভ্যেস কোভিড মুক্ত বাংলাদেশ” এই স্লোগান কে সামনে রেখে দিঘলিয়া থানা পুলিশ কতৃক আয়োজিত সচেতনতা মূলক আলোচনা সভা ও র্যালী ও মাস্ক বিতরন অনুষ্ঠান বুধবার বিকাল ৪ টায় স্হানীয় পথের বাজারে অনুষ্ঠিত হয়।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার নবাগত পুলিশ সুপার মোঃ মাহাবুব হাসান। আইজিপি মহোদয়ের নির্দেশ “মাস্ক এর অভাবে কেউ করোনায় আক্রান্ত হবে না” বলে যানান নবাগত পুলিশ সুপার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( উত্তর) মামুন আর রশিদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা তদন্ত কমকর্তা রিপন কুমার সরকার, এস এম, গোলাম রহমান, শেখ ফরহাদ হোসেন, নাজনীন আক্তার, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, নজরুল সরদার, গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান তারেক, পথের বাজার বণিক সমিতির সভাপতি এ বি এম আলম, সাঃ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, শিক্ষক প্রতিনিধি কামরুল ইসলাম সহ বাজার কমিটির নেতৃবৃন্দ ও স্হানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ, সাংবাদিক বৃন্দ, পুলিশ কমকর্তা ও সদস্য বৃন্দ।
দিঘলিয়া থানার সেকেন্ড অফিসার মোঃ হাবিবুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠান শেষে জনসাধারণের মাঝে মাস্ক বিতরন করা হয়।