খুলনা দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে করোনা টিকা নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুল আলম। সোমবার দুপুর ১টায় স্বাস্থ্য কমপ্লেক্স এ টিকাদান কার্যক্রম উদ্বোধনের শুরুতেই তিনি টিকা নেন।
একই সাথে ভ্যাকসিন গ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) আলিমুজ্জাম, সাবেক সাংসদ শেখ শহিদুর রহমান, ইউপি চেয়ারম্যান মোল্লা ফিরোজ, মুক্তিযুদ্ধা কমান্ডার মোল্লা কামরুজ্জামান বাচ্চু, কামরুল ইসলামসহ সোমবার পর্যন্ত ৬০ জন টিকা নেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুল আলম জানান, অনেক ভাল লাগছে টিকা নিতে পেরে। কোন গুজবে কান না দিয়ে ৪০বছরের উপরে সকল কে নিবন্ধন এর জন্য আহবান জানান। পর্যায়ক্রমে সকলেই টিকা গ্রহণের সুযোগ পাবে। টিকা নিয়ে সংশয়ের কোনো কারণ নাই।
করোনার সম্মুখযোদ্ধা স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ ফ্রন্টলাইনের ১৫ ক্যাটাগরির মানুষকে করোনা ভাইরাস টিকা দেওয়া হবে। নির্ভয়ে সকলকেই টিকা গ্রহণের আহ্বান জানান তিনি।