সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ দলের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এক বছর আগে। মাঝে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নিলেও আবার ক্রিকেটের বাইরে আছেন তিনি। অবসর না নিয়ে ধরে রেখেছেন ক্রিকেটার সত্ত্বা। খেলা চালিয়ে যাওয়ার বিষয়ে কী পরিকল্পনা তার? শুক্রবার (৫ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে হয়ে যাওয়া ‘মুজিববর্ষ অমর একুশে ক্রিকেট টুর্নামেন্ট- ২০২১’ এর ফাইনালে ম্যাচে প্রধান অতিথি হয়ে গিয়েছিলেন মাশরাফি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টাইগারদের সাবেক অধিনায়ক বলেন, খেলা ছাড়া নিয়ে এখনো কোনও ভাবনা নেই তার। মাশরাফি বলেন, ‘ঘরোয়া ক্রিকেট তো খেলছিই। করোনার জন্য যেহেতু খেলাধুলা হচ্ছে না, তো সব মিলিয়ে আমার মনে হয় না কারও কাছেই কোনো পরিকল্পনা আছে। বিসিবি থেকে যদি কোনও পরিকল্পনা আসে, তারপর হয়তো ব্যক্তিগতভাবে প্রত্যেকটা খেলোয়াড় দেখেন নিজের মতো করেই প্রস্তুতি নিচ্ছে। আশা করছি সামনে ঘরোয়া ক্রিকেট শুরু হবে, যেহেতু এনসিএল হচ্ছে। তারপর দেখা যাক।’ ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে গুঞ্জন ছিল, সেই টুর্নামেন্ট খেলেই বাইশ গজের পাট চুকিয়ে দেবেন মাশরাফি। তবে বিদায় বলেননি তিনি। ২০২০ সালের মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজেও বিদায়ের ঘোষণা দেননি ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। ছেড়েছেন শুধু অধিনায়কত্বের দায়িত্ব। তারপর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মাঝের দিকে মাঠে নামেন তিনি। সেখানে সফলতাও পান মাশরাফি। দলকে শিরোপা জেতাতে ভূমিকা রাখেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে নাম ওঠেনি তার। চলতি মাসে মাঠে গড়াবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। সেখানে কি ফিরবেন তিনি? মাশরাফির জবাব, ‘না, আমি এখনও চিন্তাভাবনা করিনি। এখনও প্রস্তুতি নেই। তো দেখা যাক। এনসিএল তো ফোর ডে, শুরুর দিকে হয়তোবা চিন্তা নাই, দেখা যাক।’ | চ্যানেল খুলনা

দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ দলের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এক বছর আগে। মাঝে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নিলেও আবার ক্রিকেটের বাইরে আছেন তিনি। অবসর না নিয়ে ধরে রেখেছেন ক্রিকেটার সত্ত্বা। খেলা চালিয়ে যাওয়ার বিষয়ে কী পরিকল্পনা তার? শুক্রবার (৫ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে হয়ে যাওয়া ‘মুজিববর্ষ অমর একুশে ক্রিকেট টুর্নামেন্ট- ২০২১’ এর ফাইনালে ম্যাচে প্রধান অতিথি হয়ে গিয়েছিলেন মাশরাফি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টাইগারদের সাবেক অধিনায়ক বলেন, খেলা ছাড়া নিয়ে এখনো কোনও ভাবনা নেই তার। মাশরাফি বলেন, ‘ঘরোয়া ক্রিকেট তো খেলছিই। করোনার জন্য যেহেতু খেলাধুলা হচ্ছে না, তো সব মিলিয়ে আমার মনে হয় না কারও কাছেই কোনো পরিকল্পনা আছে। বিসিবি থেকে যদি কোনও পরিকল্পনা আসে, তারপর হয়তো ব্যক্তিগতভাবে প্রত্যেকটা খেলোয়াড় দেখেন নিজের মতো করেই প্রস্তুতি নিচ্ছে। আশা করছি সামনে ঘরোয়া ক্রিকেট শুরু হবে, যেহেতু এনসিএল হচ্ছে। তারপর দেখা যাক।’ ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে গুঞ্জন ছিল, সেই টুর্নামেন্ট খেলেই বাইশ গজের পাট চুকিয়ে দেবেন মাশরাফি। তবে বিদায় বলেননি তিনি। ২০২০ সালের মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজেও বিদায়ের ঘোষণা দেননি ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। ছেড়েছেন শুধু অধিনায়কত্বের দায়িত্ব। তারপর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মাঝের দিকে মাঠে নামেন তিনি। সেখানে সফলতাও পান মাশরাফি। দলকে শিরোপা জেতাতে ভূমিকা রাখেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে নাম ওঠেনি তার। চলতি মাসে মাঠে গড়াবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। সেখানে কি ফিরবেন তিনি? মাশরাফির জবাব, ‘না, আমি এখনও চিন্তাভাবনা করিনি। এখনও প্রস্তুতি নেই। তো দেখা যাক। এনসিএল তো ফোর ডে, শুরুর দিকে হয়তোবা চিন্তা নাই, দেখা যাক।’

দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ দলের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এক বছর আগে। মাঝে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নিলেও আবার ক্রিকেটের বাইরে আছেন তিনি। অবসর না নিয়ে ধরে রেখেছেন ক্রিকেটার সত্ত্বা। খেলা চালিয়ে যাওয়ার বিষয়ে কী পরিকল্পনা তার?

শুক্রবার (৫ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে হয়ে যাওয়া ‘মুজিববর্ষ অমর একুশে ক্রিকেট টুর্নামেন্ট- ২০২১’ এর ফাইনালে ম্যাচে প্রধান অতিথি হয়ে গিয়েছিলেন মাশরাফি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টাইগারদের সাবেক অধিনায়ক বলেন, খেলা ছাড়া নিয়ে এখনো কোনও ভাবনা নেই তার।

মাশরাফি বলেন, ‘ঘরোয়া ক্রিকেট তো খেলছিই। করোনার জন্য যেহেতু খেলাধুলা হচ্ছে না, তো সব মিলিয়ে আমার মনে হয় না কারও কাছেই কোনো পরিকল্পনা আছে। বিসিবি থেকে যদি কোনও পরিকল্পনা আসে, তারপর হয়তো ব্যক্তিগতভাবে প্রত্যেকটা খেলোয়াড় দেখেন নিজের মতো করেই প্রস্তুতি নিচ্ছে। আশা করছি সামনে ঘরোয়া ক্রিকেট শুরু হবে, যেহেতু এনসিএল হচ্ছে। তারপর দেখা যাক।’

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে গুঞ্জন ছিল, সেই টুর্নামেন্ট খেলেই বাইশ গজের পাট চুকিয়ে দেবেন মাশরাফি। তবে বিদায় বলেননি তিনি। ২০২০ সালের মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজেও বিদায়ের ঘোষণা দেননি ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। ছেড়েছেন শুধু অধিনায়কত্বের দায়িত্ব।

তারপর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মাঝের দিকে মাঠে নামেন তিনি। সেখানে সফলতাও পান মাশরাফি। দলকে শিরোপা জেতাতে ভূমিকা রাখেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে নাম ওঠেনি তার। চলতি মাসে মাঠে গড়াবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। সেখানে কি ফিরবেন তিনি?

মাশরাফির জবাব, ‘না, আমি এখনও চিন্তাভাবনা করিনি। এখনও প্রস্তুতি নেই। তো দেখা যাক। এনসিএল তো ফোর ডে, শুরুর দিকে হয়তোবা চিন্তা নাই, দেখা যাক।’

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

চতুর্থবার নিষিদ্ধ কিউই পেসার, তবে এবার ভিন্ন কারণে

তালেবান নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে অস্ট্রেলিয়ায় খেলবে আফগান নারীরা

ফ্রান্স-ইসরাইল ম্যাচ ঘিরে প্যারিসে নিরাপত্তা জোরদার

আফগানদের কাছে হারের দায় উইকেটকে দিলেন মিরাজ

ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা শেখ শফিকুর রহমান টুকুন স্মুতি ফটবল টুর্নামেন্টের উদ্বোধন

আবারও শুরু হচ্ছে আফ্রো-এশিয়া কাপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।