খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী দুইদিনের সফরে তার নির্বাচনী এলাকায় (রূপসা, তেরখাদা, দিঘলিয়া) আসছেন শুক্রবার।
সফরসূচি অনুযায়ি ওইদিন তিনি রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ৫ নভেম্বর শুক্রবার বিকাল চারটায় বিমান যোগে যশোর হয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেবেন এবং সন্ধ্যা ৭টায় রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সাংসদের খুলনাস্থ দলীয় কার্যালয়ে মতবিনিময় করবেন। শনিবার সকাল ১০টায় খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন এবং সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।