চ্যানেল খুলনা ডেস্কঃ রবিবাবার (১৭ মে) সকালে খুলনা মহানগীরর নিরালা মোড়ে অভিযান চালিয়ে সুকান্ত ডেয়ারি ফার্মকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। পানি মিশ্রিত আনুমানিক ২৭ মন দুধ সেখানে পাওয়া যায়।
সাতক্ষীরা তালা থেকে আসল দুধের সঙ্গে পানি মিশিয়ে প্রতিনিয়িত দুধ বিক্রি করে আসছে। এসএসআই এর তথ্য সূত্রে এ তদারকি অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর এর খুলনা বিভাগীয় সহকারি পরিচালক নাজমুল হাসান।
এছাড়াও মূল্য তালিকা না থাকায় সন্ধ্যা বাজারে বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে সার্বিক সহযোগিতায় কাজ করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর।
এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় উপপরিচালক ইব্রাহিম হোসেন।