দুর্যোগ ঝুঁকি হ্রাসে মহড়া করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিট। আজ সোমবার দুপুরে জার্মান রেড ক্রসের সহযোগিতায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্ট চেয়ারম্যান সালমা রহমান হ্যাপি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাবেক ব্যবস্থাপনা সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ.কে.এম.এ আউয়াল, জেলা ত্রাণ ও দুর্যোগ বিষয়ক কর্মকর্তা (অ. দা.) ও এনডিসি মোঃ কফিল উদ্দিন, জার্মান রেড ক্রসের হেড অফ অফিস গৌরব রায়, পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শামসুজ্জোহা, পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, ইকবাল মাসুদসহ আরো অনেকে।
এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ১২টি বিদ্যালয়ের শিক্ষক ও অংশগ্রহণকারী শিক্ষার্থী স্থানীয় জনসাধারণ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের যুব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।