কয়রা প্রতিনিধিঃ সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু বলেছেন, দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই। তরুন প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করার আহবান জানিয়েছেন তিনি। মঙ্গলবার বিকাল ৪ টায় কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নে দক্ষিণ বেদকাশি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কপোতাক্ষ উন্নয়ন যুব সংঘ আয়োজিত ৪ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন এমপি। তিনি বলেন, ফুটবল খেলা এক সময় দেশ মানুষের কাছে জনপ্রিয় ছিল। কিন্তু সময়ের সঙ্গে তা ঝিমিেিয় যায়। তাই বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতার নামে এ ফুটবল টূর্ণামেন্ট তৃণমূলে খেলাধুলার চর্চা যেমন বাড়াচ্ছে, তেমনি জাতীয় পর্যায়ে ভালো মানের খেলোয়াড় তৈরিতেও গুরুত্ব পূর্ণ ভুমিকা রাখবে। তিনি আরও বলেন, আজ আমরা গর্ব করে বলতে পারি খেলাধুলায় বাংলাদেশ পিছিয়ে নেই। খেলাধুলা মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম। আধুনিক, নিরাপদ ও মাদকমুক্ত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। দলমতের উর্ধ্বে উঠে সবাইকে কাজ করতে হবে। তবেই বাংলাদেশ সারা বিশ্বে মাথা উচু করে দাঁড়াবে। আমাদের এ অঞ্চলের ছেলেমেয়েরা শিক্ষায় অনেকটা এগিয়েছে। তার সঙ্গে খেলাধুলার মান আরও বৃদ্ধি করতে হবে। তবেই আমরা এগিয়ে যেতে পারব। তাই সব শ্রেনীর মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের লেকাপড়ার পাশাপাশি খেলাধুলাও সুযোগ দিতে হবে। তবেই আগামী দিনে আমরা সুস্থ ও মেধাসম্পন্ন জাতি উপহার পাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সমৃদ্ধ দেশ গড়ার লক্ষে কাজ করছে। সমৃদ্ধশালী দেশ হতে হলে সুস্থ-সবল ও মেধাবী জাতি দরকার। আর সুস্থ সবল ও মেধাবী জাতি গঠনে লেখাপগড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা, অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সাংবাদিক এসএম হারুন অর রশীদ, সংস্কৃতি সম্পাদক ও কৃষকলীগের আহবায়ক প্রভাষক শাহাবাজ আলী, যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, এ্যাডঃ আরাফাত হোসেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আবু সাইদ খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল টিংকু সহ উপজেলার হাজার হাজার দর্শকমন্ডলী। উক্ত খেলায় আংটিহারা হাবীব গাজী ও গোলখালী ফুটবল একাদশের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে , দেশি জাতীয় দলের খেলোয়াড়, বিদেশী নাইজেরিয়া ও কলম্বিয়া খেলোয়াড়ের মিশ্রনে। ৮০ মিনিটের খেলায় গোল শূন্য ড্র হয়। পরবর্তীতে টাইব্রেকারে গোলখালী ফুটবল একাদশ ৪-৩ গোলে আংটিহারা হাবীব গাজী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলায় চ্যাম্পিয়ান দলকে একটি ৩০ সেফটি ও রানার্সআপ দলকে একটি ২০ সেফটি রেফ্রিজারেটর উপহার দেওয়া হয়।