আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নগর যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশকে আহবায়ক ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজনকে যুগ্ম আহবায়ক করে খুলনা মহানগর যুবলীগের খুলনা-২ ও খুলনা -৩ আসনে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
এছাড়ও খুলনা-২ আসনের পৃথক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক হয়েছে সাবেক যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ ও যুগ্ম আহবায়ক হয়েছেন কাজী কামাল হোসেন।
এছাড়াও খুলনা-৩ আসনে নগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজনকে আহবায়ক করে এবং কাজী ইব্রাহিম মার্শাল, জিয়েল হাসান দিপু, সাজ্জাদুর রহমান লিংকন, মহিদুল ইসলাম মিলন, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম রাশেদকে যুগ্ম আহবায়ক করে পৃথক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-০২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী সেখ সালাহউদ্দিন জুয়েল ও খুলনা -৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী এস এম কামাল হোসেন এর নির্বাচনি প্রচারনা, ভোটারদের ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার রক্ষায় উদ্বুদ্ধ করতে, নির্বাচনকে বানচালের লক্ষে গঠিত সকল ষড়যন্ত্র প্রতিহত করতে কাজ করবে যুবলীগের এই নির্বাচন পরিচালনা কমিটি।