দ্বিতীয়বারের মতো সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। গত ১৫ ফেব্রুয়ারি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী ক্রিকেটার বিরাট কোহলি। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ভক্তদের সঙ্গে সুখবরটি শেয়ার করেছেন তিনি।
মেয়ের পর এবার ছেলে হল বিরুষ্কার। গত ১৫ ফেব্রুয়ারি জন্ম হয়েছে তার। ছেলের জন্মের সুখবর জানিয়ে মঙ্গলবার রাতে একটি পোস্টও করেন অনুষ্কা। তিনি লেখেন, “হৃদয় আনন্দে পরিপূর্ণ, ভালবাসার সঙ্গে জানাচ্ছি, এই ১৫ ফেব্রুয়ারি আমাদের ঘরে এক নতুন মানুষ এসেছে। ভামিকা ভাই, আমাদের ছোট্ট সোনা অকায়।” হ্যাঁ ছেলের নাম ওটিই রেখেছেন তাঁরা।
এখানেই না থেমে অনুষ্কা আরও লেখেন, “সকলের আশীর্বাদ চাইছি। একই সঙ্গে আমাদের জীবনের গোপনীয়তা বজায়ের আবেদনও জানাচ্ছি। ভালবাসাসহ বিরাট ও অনুষ্কা”।