জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিসহ ১৫ আগস্টে শহীদদের কবর ও জাতির জনকের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মীনি, বাগেরহাট -১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মাতা শেখ রাজিয়া নাসেরের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন নব গঠিত দক্ষিণবঙ্গ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিশনের নেতৃবৃন্দ।
শুক্রবার সকাল সাড়ে ৯ টায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বেলা পৌনে ১২ টায় বনানী কবর স্থানে ১৫ আগস্ট শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন ও দুপুর দেড় টায় শেখ রাজিয়া নাসেরের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবর স্থান মসজিদে তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ ডিপ্লোমা অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম তাপস, সহ-সভাপতি মোঃ বরকত হোসেন, একে জাহিদ, গৌতম মজুমদার, কাজী নূর মোহাম্মদ রাজা, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হাসান শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজ মাহামুদ মোল্লা, মাহামুদ হাসান রাজীব, শেখ মারুফসহ সংগঠনের অর্ধশতাধিক নেতা-কর্মী।