ঢাকার ধামরাইয়ে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এই ঘটনায় হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও পিকভ্যানটি জব্দ করে থানায় নিয়ে গেছে। তবে আটক করতে পারেনি বাসের চালক ও সহকারীকে।
সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলিতে এই দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ঢাকাগামী পিকআপ ভ্যানটি ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলিতে পৌছালে মানিকগঞ্জগামী ফাল্গুনি পরিবহের যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে ঘটনাস্থলেই মারা যান পিকভ্যানের চালকসহ পিকআপ ভ্যানের কেবিনে থাকা আরও দুইজন। পরে গোলড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করে থানায় থানায় নিয়ে যায়।
নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া বাসের চালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।