চ্যানেল খুলনা ডেস্কঃ শিল্প, বাণিজ্য ও বন্দর নগরী নওয়াপাড়াকে যানজটমুক্ত করতে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দ যৌথভাবে অভিযান শুরু করেছে। মাসব্যাপি এ অভিযানের প্রথম দিন শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া নূরবাগ, পুরাতন বাসস্ট্যান্ড, স্টেশন বাজার, বিভিন্ন ওয়েব্রীজ ও পৌরসভার বাইপাস সড়কের স্বাধীনতা চত্ত্বর এলাকায় অভিযান করা হয়।
প্রথম দিন জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহাসড়ক সংলগ্ন বাজারের ব্যবসায়ীদের ফুটপাত দখলমুক্ত করা, যাত্রীবাহী বাস যত্রতত্রভাবে না দাড়িয়ে নির্ধারিত স্ট্যান্ডে যাত্রীদের ওঠানামা করানো, মহাসড়কে তিন চাকার যান চলাচলে নিয়ন্ত্রণ, নির্ধারিত স্থান থেকে যাত্রীদের পরিবহনে ওঠানামা করা সহ অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্ট্যান্ড অপসারণে কাজ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অভয়নগর থানার অফিসাস ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম, নওয়াপাড়া হাইওয়ে থানার এসআই মোহাম্মদ ফারুক, নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক আলহাজ্ব ইমদাদুল হক ইমু, যশোর জেলা ট্রাক-ট্যাংকলরী-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া কয়লা ব্যবসায়ী সমিতির সভাপতি রবিন অধিকারী ব্যাচা,
পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান মোল্যা, পৌর কাউন্সিলর শাহ্ জোবায়ের, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক নওয়াপাড়ার মফস্বল সম্পাদক মাসুদ তাজ, সাবেক ছাত্রলীগ নেতা সোহরাব হোসেন, মটর শ্রমিক নেতা ফশিয়ার রহমান, হান্নান সহ অভয়নগর থানা ও নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের সদস্যবৃন্দ।
এ ব্যাপারে অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যায় উপজেলা ও পুলিশ প্রশাসন, সার ও কয়লা ব্যবসায়ী, ট্রাক মালিক সমিতি, মটর শ্রমিক ইউনিয়ন, ব্রোকার্স ইউনিয়ন ও ওয়েব্রিজ মালিকদের সমন্বয়ে অনুষ্ঠিত এক সভা থেকে নওয়াপাড়াকে যানজটমুক্ত করার সিদ্ধান্ত গৃহিত হয়। সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা কাজ শুরু করেছি।
কয়েকদিন ধরে আমরা সর্বস্তরে জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করবো। এছাড়া নূরবাগ এলাকায় স্থায়ীভাবে প্রচার মাইকের ব্যবস্থা করা হবে। এরপরও যদি সচেতনতা বৃদ্ধি না হয় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানার ব্যবস্থা সহ জেলা পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
তিনি যশোর-খুলনা মহাসড়েকর নওয়াপাড়া পৌর এলাকার রাজঘাট থেকে চেঙ্গুটিয়া বাজার পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার মহাসড়ক এবং নূরবাগ স্বাধীনতা চত্ত্বর এলাকার কয়েকটি আভ্যন্তরিন সড়ক যানজটমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন।