খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রহমত সরদারের মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর আওয়ামী লীগ, খুলনা-২ আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধু ভ্রাতুষ্পুত্র সেখ সালাহউদ্দীন জুয়েল খুলনা মহানগর ছাত্রলীগ। গতকাল পৃথক শোক বিবৃতিতে মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সংসদ সদস্য ও মহানগর ছাত্রলীগ পরিবার তার অকাল মৃত্যুতে গভীর শোক ও তার বিহেদী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে। বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধু ভ্রাতুষ্পুত্র সেখ সালাহউদ্দীন জুয়েল, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।