খুলনা মহানগর যুবলীগ এর সভাপতি সফিকুর রহমান পলাশ এর বাড়ীতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় একদল অজ্ঞাত ব্যাক্তি সফিকুর রহমান পলাশ এর রূপসা রাজাপুর গ্রামের বাড়ীতে বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণ ঘটায়। পর পর তিনবার বিস্ফোরণ ঘটানো হয়। এতে তার বাড়ীতে থাকা বৃদ্ধ পিতা-মাতা, ছোট দুই পুত্র সন্তান ও সহধর্মিণী সহ অন্যান্যরা আতঙ্কিত হয়ে পড়েন। রাতের আধারে চোরের ন্যায় এই গুপ্ত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা মহানগর যুবলীগ।
বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, নগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন, নগর যুবলীগ নেতা এসে এম হাফিজুর রহমান হাফিজ, কেসিসি’র সংরক্ষিত কাউন্সিলর রোজি ইসলাম নদী, আব্দুল কাদের শেখ, এ্যাডঃ আল আমীন উকিল, মো: আবুল হোসেন, কাজী কামাল হোসেন, শওকত হোসেন, শেখ মোহাম্মদ আলী, অভিজৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, কাজী ইব্রাহিম মার্শাল, জুয়েল হাসান দিপু, সাজ্জাদুর রহমান লিংকন, মশিউর রহমান সুমন, কে এম শাহীন হাসান, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম রাশেদ।
অনুরূপ বিবৃতি দিয়েছে খুলনা মহানগরের অন্তর্গত পাঁচ থানা ও ৩৬ ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ ন্যাক্কার জনক এই ঘটনার তীব্র্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতি দাতারা অবিলম্বে সন্ত্রাসীদের চিহ্নিত ও গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান।