আগামী ৬ নভেম্বর খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সফল করার লক্ষে বিশেষ বর্ধিত সভা করেছে খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক লীগ। গতকাল শুক্রবার রাত ৮ ঘটিকায় ফুলবাড়ি গেট আদর্শ মাধ্যমিক বিদ্যালয় হল রুমে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বিশেষ বর্ধিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আ’লীগের সহ-সভাপতি বেগ লীয়াকত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ সম্মলন প্রস্তুত কমিটির আহবায়ক মীর বরকত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব এম. এ নাসিম ও সম্মেলন প্রস্তুত প্রচার উপ-কমিটির আহবায়ক ও খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল। খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক অধ্যাপক গাজী মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে এবং খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ ইসমাইল হোসেনের পরিচালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম মাওলা টিংকু, মিজানুর রহমান জিয়া, মোঃ জিলহাজ্ব হাওলাদার, মোঃ নাসির উদ্দীন, মানুনুর রশীদ, মাহাবুব মোর্শেদ লেমন, ইউসুফ আলী মন্টু, তাপস চৌধুরী, এম আসিফ সবুজ, আমিরুল ইসলাম বাবু, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মুজিবুর রহমান মুজিব, মীর রবিউল আলম, আব্দুল কুদ্দুস, শহিদুল সিকদার সিহাব, জাহিজুর রহমান জাহিদ, শেখ সুমন, খান মোসাদ্দেক হোসেন ইমন, রেজোয়ান মোড়ল, আতিকুর রহমান সোহাগ, আব্দুল্লাহ আল মামুন পিয়াল, মুন্সী শামিম, সাইফুল ইসলাম প্রমুখ।