বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) খুলনা মহানগরীর বিভিন্ন মাছের বাজারে মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভ্রাম্যমান ল্যাবের মাধ্যমে ফরমালিন পরীক্ষার জন্য একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে নতুন বাজার, রূপসা এবং কেসিসি মৎস্য আড়ৎ, রূপসায় বিভিন্ন মাছের দোকানে ও আড়ৎ-এ রুই, মৃগেল, ইলিশ, পাইস্যা, কৈ, রূপচাঁদা প্রভৃতি মাছে ফরমালিন পরীক্ষা করা হয়। তবে উক্ত অভিযানে কোন মাছে ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি। এসব দোকানের ওজনযন্ত্রের সঠিকতাও যাচাই করা হয় এবং ওজনযন্ত্র সঠিক পাওয়া যায়।
উক্ত অভিযানটি পরিচালনা করেন খুলনা বিএসটিআই’র সহকারী পরিচালক (সিএম) গোবিন্দ কুমার ঘোষ, ফিল্ড অফিসার (সিএম), নাঈর আউসাফ রহমান, পরীক্ষক (রসায়ন) জয়দীপ বিশ্বাস, ইন্সপেক্টর (মেট্রোলজি) হাফিজুর রহমান এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খুলনা এর কর্মকর্তা মোকলেছুর রহমান।
বিএসটিআই’র কর্মকর্তারা জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।