সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
নগরী শিববাড়ি মোড়ে ধর্ষণবিরোধী ব্যতিক্রমী মানববন্ধন | চ্যানেল খুলনা

নগরী শিববাড়ি মোড়ে ধর্ষণবিরোধী ব্যতিক্রমী মানববন্ধন

খুলনা প্রতিনিধিঃআমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই’ শিরোনামে ব্যানার-পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে খুলনায় ব্যতিক্রমী মানববন্ধন করেছে ৪২টি স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘ধর্ষক মুক্ত বাংলাদেশ গড়ো’ ‘ধর্ষকের আবাদ উপড়ে ফেলো’ ‘আমরা ৯ টাকায় এক জিবি চাইনা, আমার বোনের নিরাপত্তা চাই’ এমন সব স্লোগান দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, তরণ-তরুণী, আইনজীবী, উন্নয়নকর্মী ও সাধারণ মানুষ মানববন্ধনে অংশ নেয়।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে খুলনায় উদ্বেগজনক হারে ধর্ষণের ঘটনা বেড়েছে। খেলার মাঠে, বিয়েবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানেও শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে। আসামিদের দ্রুত বিচার না হওয়ার সংস্কৃতিতে অপরাধ প্রবণতা বাড়ছে। বক্তারা খুলনায় মাদক নির্মূল, শিশুদের জন্য ভয়হীন পরিবেশ তৈরি ও অপরাধীদের দ্রুত শাস্তি প্রদানের দাবি জানান।
দক্ষিণবঙ্গ স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন খুলনা ব্লাড ব্যাংকের আহবায়ক মো. সালেহউদ্দিন সবুজ।
এতে অংশ নেয় খুলনা ব্লাড ব্যাংক, বিজয় ৭১, আলোর মিছিল, নিবেদীতা, অন্তদর্পণ, সেবক, রক্তের বন্ধন যুব সংগঠনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, গোপনে ক্রসফায়ার নয়, ধর্ষকদের বিচার হতে হবে প্রকাশ্যে, জনসম্মুখে। একই সাথে ধর্ষকদের প্রশ্রয়দাতাদেরও আইনের আওতায় এনে বিচার করতে হবে। মানববন্ধন পরিচালনা করেন ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি) সভাপতি মোঃ রাসেল আহমেদ (রাজু) এবং খুলনা ব্লাড ব্যাংক’র অ্যাডমিন মো. আসাদ শেখ ও কমলেশ বাছাড়।
বক্তব্য রাখেন খুলনা সরকারি মহিলা কলেজের সাবেক প্রিন্সিপ্যাল লুৎফুন নাহার, বিজয় একাত্তর সংগঠনের সভাপতি মো. সেলিম, খুলনা ব্লাড ব্যাংকের সুরভী লাইজু, মো. সাইফুল ইসলাম বাবু, শাহ জিয়াউর রহমান স্বাধীন প্রমুখ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিববাড়ি মোড়ের জিয়া হলের সামনের বিজয় স্তম্ভের পাশ দিয়ে গোলাকার হয়ে দাঁড়িয়ে ধর্ষকদের বিরুদ্ধে তাদের চরম ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

পাটের ব্যাগ পুনরায় সর্বত্র চালুর উদ্যোগ নিয়েছি : সাখাওয়াত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।