চ্যানেল খুুলনা ডেস্কঃ করোনার প্রাদুর্ভাবজনিত দুর্যোগে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন মহোদয়ের নির্দেশনায় এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলীর তত্ত¡াবধানে বৃহস্পতিবার (২ এপ্রিল) নগরীর নিউমার্কেট, বয়রা বাজার ও দৌলতপুর বাজরে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান এবং তাপসী রাবেয়া।
এসময় অতিরিক্ত মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রয়ের অপরাধে কতিপয় ব্যবসায়ীকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং দুর্যোগকালীন সময়ে দ্রব্যমূল্য বৃদ্ধি না করা ও খাদ্যদ্রব্য মজুদ না করার জন্য উপস্থিত সকলকে সচেতন করা হয়। এছাড়া খাদ্যদ্রব্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে মর্মে জানানো হয়। করোনার প্রাদুর্ভাবজনিত এই দুর্যোগকালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য স্থিতিশীল রাখতে খুলনা জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।