চ্যানেল খুলনা ডেস্কঃনগরীর রূপসা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ ও তা ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেয়ার মামলায় দু’আসামিকে গ্রেফতার করেছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কুমকুম নাজমুন নাহার গ্রেফতার দুই আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের অেেবদন করেন। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কণিকা বিশ্বাস আগামী ৯ ডিসেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
দু’আসামি হলেন নগরীর রূপসা স্ট্যান্ড রোডের কোকাকোলা গলির ভাড়াটিয়া নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন সজিব (২২) ও বসুপাড়া মেইন রোডের আজাদ লন্ড্রি মোড়ের মোজাম্মেল শিকদারের বাড়ির ভাড়াটিয়া মোঃ মোনায়েম হোসেনের ছেলে সাইফ হোসেন শাওন (২০)। সজিব বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার পুঁটিখালি গ্রামের এবং শাওন মাগুরার মোহাম্মাদপুর থানার পলাশবাড়ি গ্রামের স্থায়ী বাসিন্দা।
অপর দিকে মামলার ভিকটিম ওই ছাত্রী আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদান করেছে। তার দেয়া জবানবন্দি অতিরিক্ত সিএমএম সুমি আহমেদ রেকর্ড করেছেন।
মামলার বিবরণে জানা যায়, নগরীর দক্ষিণ টুটপাড়া তালতলা রোডের খ্রিস্টানপাড়ার বাসিন্দা রূপসা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সজিবের। গত বছরের ৫ এপ্রিল সজিব ওই ছাত্রীকে নিয়ে শাওনের বাসায় যায়। সেখানে তাকে ধর্ষণের পাশাপাশি ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক অবনতি হলে সজিব সেই ভিডিও ইন্টানেটে ছেড়ে দেয়। গত ৩ ডিসেম্বর ওই ভিডিও ছাত্রীর মামার চোখে ধরা পড়ে। পরে ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনা জানা যায়। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন (নং-০৫)।