চ্যানেল খুলনা ডেস্কঃনগরীর সাত রাস্তার মোড়স্থ আবাসিক হোটেল রোজ থেকে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জন নারী পুরুষকে আটক করে খুলনা সদর থানা পুলিশ। গতকাল রবিবার দুপুর পৌনে ১টার দিকে অভিযান চালিয়ে দু’জন পুরুষ ও দু’জন মহিলাকে গ্রেফতার করা হয়। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ আবু সাঈদ গ্রেফতার ৪ জনকে আদালতে হাজির করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ড. মোঃ আতিকুস সামাদ দু’জনের প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকী দু’জনের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানার আদেশ প্রদান করেছেন।
৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দু’জন হলেন বটিয়াঘাটা থানাধিন বারভুঁইয়া গ্রামের মুজিবুর রহমান শেখের ছেলে মোঃ ইউনুস শেখ (৩২) ও নড়াইল জেলা সদরের চাঁচড়া এলাকার মফিজুর রহমানের ছেলে মোঃ ফরহাদ হোসেন (২৪)। এক হাজার টাকা জরিমানাপ্রাপ্ত দু’জন হলেন দিঘলিয়া থানাধীন পানিগাতি গ্রামের ইউনুস মোড়লের মেয়ে মোসাঃ নাঈমা খাতুন (২৪) ও বটিয়াঘাটা থানাধীন বারভূঁইয়া গ্রামের সেকেল উদ্দিন শেখের মেয়ে মোঃ আলেয়া খাতুন (২৬)।
মামলার বিবরণে জানা যায়, রবিবার দুপুর পৌনে ১টার দিকে নগরীর সাত রাস্তার মোড়স্থ আবাসিক হোটেল রোজ-এ অভিযান পরিচালনা করেন খুলনা থানার এস আই মোহাম্মদ আবু সাঈদ। এ সময় হোটেল কক্ষ থেকে ওই ৪ জনকে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেফতার করা হয়। তাদের গতকাল আদালতে প্রেরণ করা হয় যার প্রসিকিউশন নং-০৫/২০।