সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
নড়াইল-১আসনে তৃতীয় বার আ’লীগের মনোনয়ন পেলেন বিএম কবিরুল হক মুক্তি | চ্যানেল খুলনা

নড়াইল-১আসনে তৃতীয় বার আ’লীগের মনোনয়ন পেলেন বিএম কবিরুল হক মুক্তি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো নড়াইল ১ আসনে আ’লীগের দলীয় মনোনয়ন পেলেন ৩ বার নির্বাচিত সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি। নড়াইল-১ আসন কালিয়া উপজেলা ও সদরের ৫ টি ইউনিয়ন নিয়ে গঠিত আর এই আসনে টানা ৩য় বার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি ।

এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে কলস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিপুল ভোটে বিজয়ী হন বিএম কবিরুল হক মুক্তি। পরের ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হয়ে বিজয়ী হয়েছেন।

বোরবার (২৬ নভেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এ সময় নড়াইল ১ আসনে বি এম কবিরুল হক মুক্তির নাম ও ঘোষণা করেন তিনি। এ টানা তিন বার দলীয় প্রার্থী হয়ে বিজয়ী হওয়ার দ্বারপ্রান্তে।

বি এম কবিরুল হক মুক্তি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য এখলাস উদ্দিন আহমেদ এর কনিষ্ঠ পুত্র ও নড়াইল জেলা আওয়ামী লীগের সদস্য। গত ১৫ বছরে এলাকায় ব্যাপক উন্নয়নের কারণে ভোটের মাঠে নিজেকে রেখেছেন এগিয়ে। যার কারণে রয়েছে বিশাল ভোট ব্যাংক।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় কালিয়ায় আনন্দের জোয়ার বইছে। দলীয় নেতা কর্মীরা আনন্দ মিছিল মিষ্টি বিতরণ করছেন।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে: নাহিদ

‘জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না’

ভিনদেশি সংস্কৃতি রুখে দিতে ১১এপ্রিল খুলনায় স্বাধীনতা কনসার্ট অনুষ্ঠিত হবে: তুহিন

দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ মানুষের ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক অধিকার কেড়ে নিয়েছিল

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমান

জনগণের স্বার্থে প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারি মির্জা ফখরুলের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।