সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
নতুন নতুন উদ্ভাবিত প্রযুক্তি কৃষকের কাছে সহজভাবে উপস্থাপন করতে হবে | চ্যানেল খুলনা

টেকসই কৃষি উন্নয়নে গণমাধ্যম কর্মশালায় বক্তারা

নতুন নতুন উদ্ভাবিত প্রযুক্তি কৃষকের কাছে সহজভাবে উপস্থাপন করতে হবে

চ্যানেল খুলনা ডেস্কঃ কৃষি উন্নয়নে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন যেমন দরকার, একইভাবে উদ্ভাবিত প্রযুক্তিগুলো সহজ ও সঠিকভাবে কৃষকের কাছে উপস্থাপন করাও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
গতকাল সোমবার খুলনার গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলনকক্ষে ‘টেকসই কৃষি উন্নয়নে গণমাধ্যম’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় আলোচকরা এই অভিমত ব্যক্ত করেন। কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ প্রকল্পের অওতায় কৃষি তথ্য সার্ভিসের খুলনা আঞ্চলিক কার্যালয় এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় আলোচকরা বলেন, মানুষকে প্রভাবিত করতে গণমাধ্যমের শক্তিশালী ভূমিকা রয়েছে। অন্যদিকে কৃষি মানুষের জীবন ও জীবিকার সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। তাই কৃষি সংক্রান্ত স্পর্শকাতর বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমকে আরো দায়িত্বশীল হতে হবে। একটি ছোট ভুল তথ্য প্রচারের কারণে হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার কৃষি ক্ষেত্রের সাফল্য যদি যথাযথভাবে গণমাধ্যমে তুলে ধরা যায় তাহলে তরুণ প্রজন্ম কৃষি কাজে আকৃষ্ট হবে। নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য উৎপাদনেও গণমাধ্যম জোরালো ভূমিকা রাখতে পারে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কাজী আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ডিএই’র ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক পার্থ প্রতিম সাহা এবং বাংলাদেশ বেতার খুলনার আঞ্চলিক পরিচালক মোঃ বশির উদ্দিন। স্বাগত জানান এআইএস এর প্রকল্প পরিচালক ড. মোঃ সাইফুল ইসলাম। প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ এস এম ফেরদৌস এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মামুনর রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি তথ্য সার্ভিস খুলনার আঞ্চলিক বেতার কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি।
কর্মশালায় খুলনা, যশোর ও ফরিদপুর অঞ্চলের সকল কৃষি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, এনজিওকর্মীসহ মোট ৫০ জন অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

আমিরাত থেকে ফিরলেন ক্ষমা পাওয়া আরও ২৭ জন

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।