চ্যানেল খুলনা ডেস্কঃ জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার বলেছেন, যে কোনো মূল্যে নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে। নদীর অবৈধ দখলদার যতই শক্তিশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে বিজিবি, এমনকি সেনাবাহিনী নিয়োগ করে হলেও অবৈধ দখলদারদের কবল থেকে নদী রক্ষা করতে হবে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বরিশাল জেলা প্রশাসনের সভা কক্ষে জেলা নদী রক্ষা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. আলাউদ্দিন।
সভায় নদী রক্ষা কমিশন চেয়ারম্যান আরও বলেন, সি এস পর্চার নকশা ধরেই দখলদারদের উচ্ছেদ করে নদী উদ্ধার করা হবে। দেশের অন্যান্য জেলায় নদী রক্ষার কার্যক্রম চলমান থাকলেও বরিশাল নদী বন্দর এলাকায় শীঘ্রই অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
বিভিন্ন স্থানে ড্রেজিং করে নদীর পলি ফের নদীতে ফেলার বিষয়ে নদী কমিশন চেয়ারম্যান বলেন, সারা দেশ থেকে একই অভিযোগ পাওয়া যাচ্ছে। এটা ফৌজদারি অপরাধ। প্রয়োজনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করার বিধানও আছে। জেলা প্রশাসকদের নেতৃত্বে সব জেলায় বিষয়টি নজরদারি করতে বলা হয়েছে।