চ্যানেল খুলনা ডেস্কঃনানা আয়োজনের মধ্য দিয়ে ‘নবান্ন উৎসব ১৪২৬’ পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তন।বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে দিনব্যাপী শিক্ষার্থীদের মাঝে দেশীয় খেলাধুলা, নাচ-গান, নবান্ন মেলা সহ নানা আয়োজনে উৎসবটি পালন করা হয়।অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের। এ সময় প্রতিবর্তনের উপদেষ্টা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা, শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন দেশীয় খেলার আয়োজন করা হয়।