সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন শেরে বাংলা ডিগ্রি কলেজের শিক্ষক প্রতিনিধি পুষ্প মণ্ডলের পিতা ও পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, স্বনামধন্য শিক্ষাগুরু গিরিশ চন্দ্র মন্ডল (৭৬)। মঙ্গলবার (১৮ জুলাই) ভোর ৫টায় গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ কন্যা ও ১ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহীসহ হাজার হাজার কৃতি শিক্ষার্থী রেখে গেছেন। মঙ্গলবার দুপুরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে নিজ বাড়ির আঙিনায় তাঁকে সমাহিত করা হয়। এদিকে বিশিষ্ট শিক্ষানুরাগী গিরিশ চন্দ্র মণ্ডলের মৃত্যুতে তাঁর আত্মার শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম এমপি। অনুরূপ সমবেদনা ও শোক জানিয়েছে শেরে বাংলা ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি পীযূষ কান্তি রায়, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজী মিজানুর রহমান, জিবি সদস্য শেখ মাহাতাবুজ্জামান, ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস জয়, শামীম আনোয়ার বাবু, কাজী আবু শাহীন, রিয়াজুল ইসলাম রিয়াদ, অভিভাবক সদস্য শেখ কেরামত আলী, মিজানুর রহমান খান, রমনী রঞ্জন বিশ্বাসসহ শেরে বাংলা কলেজের অধ্যাপকমণ্ডলী।