প্রতিবছর ৮ মার্চ বিশ্বজুড়ে উদযাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস। লিঙ্গবৈষম্য সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি বিশেষ ভূমিকা পালন করে। বিশেষ এই দিবস উপলক্ষে ‘নারীদের নিয়ে কিছু না বলা সত্য কথা’ বলবেন নন্দিত অভিনেত্রী অপি করিম।
সম্প্রতি নির্মিত হয়েছে সচেতনতামূলক ওয়েব কনটেন্ট, যার কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন অপি। রাসেল মাহমুদের স্ক্রিপ্টে এটি নির্মাণ করেছেন সজল আহমেদ। তিনি বলেন, ‘এই কনটেন্টটির মাধ্যমে নারীদের চলমান কিছু বাস্তব প্রেক্ষাপট, তাদের কিছু সত্য কথা দেশবাসীর কাছে তুলে ধরতে চাই। পাশাপাশি একটি সামাজিক বার্তা দিতে চাই।
এরকম সচেতনতামূলক একটা কনটেন্টের জন্য একজন সফল নারীই প্রয়োজন ছিল, কারণ একজন সফল নারীর কাছ থেকে মেসেজটা গেলে সাধারণ মানুষরা সেটা সহজেই গ্রহণ করবেন।
এরজন্য অপি করিম আপুকেই আমার কাছে সবচেয়ে সফল নারী বলে মনে হয়েছে। যার কারণে তাকেই আমি নিয়েছি।’
জানা গেছে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে কনটেন্টটি শিগগিরই অনলাইনে উন্মুক্ত হবে।