বেনাপোল প্রতিনিধিঃ ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে শুক্রবার সকাল ১১টার সময় যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী বাজারে ধর্ষণ বিরোধী মানববন্ধন করেছে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন। দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমানের উদ্যোগে এবং তরুণ সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলমগীর হোসেন সার্বিক ব্যবস্থাপনায় এ মানববন্ধন করা হয়। তরুণ সমাজসেবক জনাব উজ্জল হোসেন ।
“হারবে ধর্ষক, জিতবে দেশ, ধর্ষণ মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর প্রতি সহিংসতা, হত্যা, ধর্ষণের দ্রুত বিচারের দাবিতে ৯ দফা দাবি তুলে ধরেন বক্তারা। মানববন্ধন করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন।
মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন, গদখালী ছাত্র সমাজের স¤্রাট আকবর ও ইশরাম। গদখালী যুবলীগের যুগ্ম আহবায়ক এবং মিতালী সংঘের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, স্বপ্নচুড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা ও ইউপি সদস্য সাইফুল ইসলাম, সেবা সংগঠন ঝিকরগাছার প্রতিষ্ঠাতা আশরাফুজ্জামান বাবু, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক উজ্জল হোসেন, সেবক সংগঠনের সভাপতি সাংবাদিক মতিয়ার রহমান, বাংলাদেশ ফুল সমিতির সভাপতি আব্দুর রহীম যশোর উদিচি শিল্পগোষ্ঠীর সদস্য শাহীন আহমেদ এবং সাবেক ইউপি সদস্য ফয়েজ আহমেদ ও মানবাধিকার হেল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান সহ আরও অনেকে।
এসময় বক্তরা নোয়াখালী বেগমগঞ্জ, সিলেট-খাগড়াছড়িসহ সারাদেশে ধর্ষণের সাথে জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় এনে ধর্ষকদের ফাঁসির দাবী ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।