ওয়ার্ড ইউনিভার্সিটির শেষ বর্ষের ছাত্র নাহিদ হাসান হত্যার বিচার দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় আড়পাড়া আইডিয়াল স্কুলের প্রাক্তন ছাত্রদের ব্যানারে বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আইডিয়াল স্কুলের শিক্ষক মাসুদুর রহমান, মুন্সী আবু হানিফ, বীর মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল মান্নান। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে সড়কের দুই পাশে বিভিন্ন শ্রেনী পেশার সহ¯্রাধীক মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গ্রামের সহজ সরল মেধাবী ছাত্র নাহিদ হাসান ঢাকায় পড়তে গিয়ে রুম মেট মনোয়ার পারভেজ তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এ ভাবে আর কোন মায়ের সন্তান উচ্চ শিক্ষার জন্য জীবন দিতে না হয় সে জন্য মনোয়ারের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, নাহিদ ওয়ার্ড ইউনিভার্সিটিতে ইলেকট্রিকালএন্ড ইলেকট্্রনিক্স ইনজিনিয়ারিং এর শেষ বর্ষের ছাত্র ছিল। সে মিরপুর-১ এলাকায় একটি ম্যাচে থেকে পড়াশুনা করতো। ১ ফেব্রুয়ারী ম্যাচের খাবারের মিল দেয়া নিয়ে মনোয়ার ও সত্তারের মারামারির ঘটনা ঘটে। সন্ধ্যায় বিষয়টি নাহিদ জানতে চাইলে মনোয়ার পারভেজ লোহার রড দিয়ে নাহিদকে পিটিয়ে মারাত্বক জখম করে। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ১৪ ফেব্রুয়ারী ভোর রাতে নাহিদ মারা যায়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা হয়েছে।