বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ ও সেক্রেটারি শেখ মোঃ নাসির উদ্দিনের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে পবিত্র মাহে রমযানকে সামনে রেখে চাল, তেল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন অবস্থায়। সরকারের মাঝে ঘাপটি মেরে থাকা মুনাফাখোর ও বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের কারণে চাউল, তৈল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আজ আকাশচুম্বি। ভোট ডাকাতির সরকার এদেরকে পুষে রাখার কারণে কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না বাজার। আজ নিন্ম ও মধ্যবিত্ত আয়ের মানুষ চরম বিপাকে পড়ছে। গত একদিনে চাউলের দাম প্রতি বস্তায় পাইকারি বেড়েছে ৮০ থেকে ১০০ টাকা। যে কারণে খুচরা বাজারে প্রতি কেজিতে ২ থেকে ৪ টাকা বেড়েছে। যা স্পষ্টতই সরকারের চরম ব্যর্থতার পরিচয় বহন করে। বর্তমান চাউলের দাম বৃদ্ধিতে রেকর্ড সৃষ্টি করেছে। যা দেশবাসীকে বিস্মিত করেছে।
জনগণকে নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে। জনবিরোধী সিন্ডিকেটের সাথে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। বাজারকে সিন্ডিকেট মুক্ত করে জনগণকে নিত্যপ্রয়োজনীয় ক্রয় ক্ষমতা নিশ্চিত করতে হবে । মাহে রমযানে যেন সাধারণ মানুষের কোন প্রকার ভোগান্তি না হয় সেদিকে লক্ষ্য রাখতে জোর হুশিয়ারি দেওয়া হয় । তা না হলে কঠোর আন্দোলন করা হবে।