সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
নৌকায় সমর্থন দিয়ে সরে দাড়ালেন বিদ্রোহী প্রার্থী | চ্যানেল খুলনা

নৌকায় সমর্থন দিয়ে সরে দাড়ালেন বিদ্রোহী প্রার্থী

নড়াইলের কালিয়া পৌরসভা নির্বাচনের একদিন আগে সরে দাড়ালেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) বর্তমান মেয়র ফকির মুশফিকুর রহমান। শুক্রবার (২৯ জানুয়ারী) বেলা ১২ টায় কালিয়া উপজেলা আ’লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দেন।

এ সময় নড়াইল-১ আসনের সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি, কালিয়া পৌরসভার সাবেক মেয়র বি এম একরামুল হক টুকু, সাবেক পৌর মেয়র বি এম এমদাদুল হক টুলুসহ জেলা ও উপজেলা আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় মেয়র প্রার্থী ফকির মুশফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক মুক্তির অনুরোধে আমি আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ ওয়াহিদুজ্জামান হিরাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালাম।

এই বিষয়ে নড়াইল -০১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সন্মান প্রদর্শন করে, তার নির্দেশে নির্বাচন থেকে সরে দাড়িয়ে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ ওয়াহিদুজ্জামান হিরাকে সমর্থন জানানো হয়েছে।

কালিয়া পৌরসভার আওয়ামীলীগের মেয়র প্রার্থী ওয়াহিদুজ্জামান হিরা বলেন, তারা প্রার্থীতা প্রত্যাহার করায় তাদের সাধুবাদ জানায়। কালিয়ায় ঐক্যবদ্ধ আ’লীগের বিজয় হবে।

শনিবার ৩০ জানুয়ারী ২০২১ কালিয়া পৌরসভা নির্বাচনে ভোট গ্রহন অুষ্ঠিত হবে। আ’লীগের ওয়াহিদুজ্জামান হীরা, বিএনপির এসএম ওয়াহিদুজ্জামান মিলু মেয়র পদে, সাধারণ কাউন্সিলর পদে ৩২জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৩৮৩জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮হাজার ১৪৭ জন এবং নারী ভোটার ৮হাজার ২৩৬ জন। ১৯৭৬ সালে গঠিত কালিয়া পৌরসভাটি ২০১১ সালে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয়।

https://channelkhulna.tv/

নড়াইল আরও সংবাদ

কালিয়ায় দুপুরে নিখোঁজ সন্ধ্যায় ধানক্ষেতে মিললো হাত পা বাধা শিশুর লাশ

নড়াগাতি থানা পরিদর্শন করলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান

কালিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানসহ ৯৮ জনের নামে মামলা

কালিয়ার কলাবাড়ীয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনিয়মের সংস্কার উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নড়াইলে দুর্ধর্ষ ডাকাতি!নগদ টাকা, স্বর্ণালংকার ওমোটরসাইকেল লুট

কালিয়ায় প্রান্তিক জেলেদের মাঝে ভ্যান বিতরণ।

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।