মোস্তফা রায়হান সিদ্দিকী :: দক্ষিণ অজ্ঞলে মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ বড় উপহার হল পদ্মা সেতু। পদ্মা সেতু তৈরিতে দক্ষিণ অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব যেমন বৃদ্ধিপাবে তেমন তৈরি হবে নতুন নতুন শিল্প কারখানা সাথে বেকারত্ব সমস্যা কমিয়ে তৈরি হবে কর্মসংসস্থান। সবচেয়ে বড় সমস্যা লাঘব হবে জনগনের দীর্ঘ পথ অপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা ফেরী অপেক্ষার সমস্যা সমাধান হবে। সেজন্য দক্ষিণ অঞ্চলের মানুষ অসীম কৃতজ্ঞতা থাকিবে সারাজীবন বঙ্গবন্ধুর কন্যা একজন প্রকৃত দেশপ্রেমিক দূরদর্শিতাসম্পূর্ন রাষ্ট্রনায়ক আধুনিক বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনার প্রতি। দীর্ঘ জটিলতা সমস্যা পথ পাড়ি দিয়েছে পদ্মা সেতুর জন্য নানা ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে পদ্মা সেতুর জন্য।
বিএনপি অপরাজনীতিতে পদ্মা সেতু তৈরি হওয়া বন্ধ হয়ে গিয়েছিল প্রায় বিদেশি প্রভূদের বুঝাতে সক্ষম হয়েছিল আরেক দেশদ্রোহী বিশ্বাসঘাতক ড.মুহাম্মদ ইউনূস।
তারা সম্মিলিত প্রচেষ্ঠায় বিদেশি ফান্ড বিশ্ব ব্যাংক ফান্ড বন্ধ করে দেওয়া হয় চূড়ান্ত ভাবে। ফান্ড বন্ধ হওয়াতে তখন বিএনপি নেতাকর্মীদের উল্লাসে থমথমে বিরাজমান করে দেশে। তখনি সাহসিকতার দৃষ্টান্তই পরিচয় দেয় জননেত্রী শেখ হাসিনা তিনি বলেছিলেন পদ্মা সেতু হবে পদ্মা নদীর ওপর দেশের টাকায়। তখন বেগম জিয়া বলেছিল পদ্মা সেতু কখনো হবে না। শেখ হাসিনা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শুরু করেন পদ্মা সেতুতে কাজ একের পর এক দৃশ্যমান হতে থাকে পদ্মা সেতু তখন নিন্দুকেরা মুখে অট্টহাসি থেমে যায় বড় বড় কথার ফুলঝুরি আর বের হয় না। প্রেস বিফিং এ মিজা ফখরুল রুহুল কবির রিজভী মুখে পদ্মা সেতু হবে না এ কথা উচ্চারণ হয় না এসব কথা বললে জনগন পিটাবে কারন তখন পদ্মা সেতু দৃশ্যমান হতে চলেছে। বিএনপির পদ্মা সেতু নিয়ে স্বপ্ন ও ষড়ষন্ত্র সফল হয় নি। কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে থাকে নি বিদেশি চাপ বারবার প্রয়োগ করে কিন্তু একচুল সিদ্ধান্ত নড়াতে পারে নি দেশপ্রেমিক সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অটল সিধান্ত এগিয়ে যাওয়া পথচলা। কিছুদিন পর হাস্যকর বক্তৃতা দেন বেগম খালেদা জিয়া যে পদ্মা সেতু জোড়াতালি দিয়ে তৈরি কেউ পদ্মা সেতুতে ওঠবেন না ভেঙে পড়ে যেতে পারে।
নানা বির্তক করে ও জনমনে বিভ্রান্তি করতে কম করেনি বিএনপি গোষ্ঠী। কিন্তু মহান আল্লাহ পাক রহমতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আজ, পদ্মা সেতু দৃশ্যমান জুনের ২৫ তারিখ খেলা হবে দক্ষিণ বঙ্গের মানুষের স্বপ্নের পদ্মা সেতু। সেই সাথে বিশ্ব মানচিত্রে যোগ হল আরেকটি দীর্ঘতম সেতুর নাম বাংলাদেশের ।
পদ্মা সেতু শুধু সেতু নয় আলোকসজ্জা সজ্জিত করা হয়েছে দীর্ঘ সেতুটি অন্যতম পর্যটন ও সৃষ্টি হবে এই সেতুকে ঘিরে। আধুনিকতার ছোয়া পেয়েছে এই প্রথম দেশের বড় সেতুতে উন্নত বিশ্বের সেতুর মত। দর্শনাথী জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে সেতুতে।
অক্লান্ত পরিশ্রম ও দূরদর্শিতা মোাকবেলা করে যে মানুষটি পদ্ম সেতু বির্নিমানে গুরুত্বপূর্ণ অবদান রাখলেম সেই মানুষটির নামে হোক স্বপ্নের পদ্মা সেতু নামকরন।
দক্ষিণ বঙ্গের মানুষের দাবি জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা স্বীকার হয়ে আমরা চাই পদ্মা সেতুর নাম করা হোক শেখ হাসিনা সেতু। পদ্মা সেতুর নাম শেখ হাসিনা সেতু হলে দক্ষিণ বঙ্গের মানুষের হৃদয় শান্তি পাবে পূনতা পাবে। শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের কৃতজ্ঞতার দাম কিছুটা হলে দক্ষিণ বঙ্গের মানুষ দিতে পারবে যদি নামকরন শেখ হাসিনা সেতু হয়।
সেজন্য জোর দাবি করছি পদ্মা সেতু নামকরন হোক শেখ হাসিনা সেতু নামে।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে বিনির্মান হয়েছে স্বপ্নের পদ্মা সেতু।
সে জন্য আমরা গর্বিত জাতি হিসাবে বঙ্গবন্ধু পরে শেখ হাসিনার মত দেশপ্রেম ধারন কারী রাষ্ট্রনায়ক পেয়ে।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু