স্বপ্নের পদ্মাসেতু নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিানাকে ধন্যবাদ জানিয়ে এবং পদ্মাসেতুর উদ্বোধন অনুষ্ঠানকে স্মরণীয় করতে আমরা বৃহত্তর খুলনাবাসী সংগঠনের উদ্যোগে আজ ২০ জুন ২০২২ সোমবার সকাল ১০টায় খুলনা মহানগরীতে এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফের সভাপতিত্বে ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগ খুলনা মহানগর সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ, সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার হোসেন দিলু, খুলনা মহানগর শাখার সভাপতি মফিদুল ইসলাম, খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মোঃ নাসির উদ্দিন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, স্বপ্নের পদ্মাসেতু নির্মাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশে^র দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। পদ্মাসেতু চালু হলে গোটা দেশের বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন হবে। মোংলা-পায়রা-ভোমরা-বেনাপোল বন্দরে ফিরে আসবে প্রাণচাঞ্চল্য, জাতীয় অর্থনীতিতে অনন্য ভূমিকা রাখবে। অতিথিবৃন্দ পদ্মাসেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ¦ রোটাঃ সরদার আবু তাহেরের পরিচালনায় এই আয়োজনে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি শেখ হেমায়েতুল ইসলাম, সহ-সভাপতি কবি সৈয়দ আলী হাকিম, এস এম কামরুল ইসলাম, শেখ ওমর ফারুক কচি, মুন্সী আহমেদ হোসেন, রকিব ফারাজী, মোঃ মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, আনন্দ শোভা যাত্রার আহবায়ক শেখ আছাদুজ্জামান, কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ, সহ-সম্পাদক রুহুল আমিন মিঠু, সাংগঠনিক সম্পাদক মীর কাওসার মিজু, দপ্তর সম্পাদক মুজাহিদ রহমান ফাইয়াদ, প্রকাশনা সম্পাদক মাসুদুল হক, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিবেশ সম্পাদক মোঃ সাকিব খান, নির্বাহী সদস্য এম এম হাসান, রেজাউল হাসান প্রমুখ।
মোটর সাইকেল, ট্রাক, বাই-সাইকেল ও বাদক দলকে সাথে নিয়ে শোভাযাত্রাটি মহানগরীর ডাকবাংলাস্থ সোনালী ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে পাওয়ার হাউজ মোড়, ময়লাপোতা, রয়্যাল মোড়, রূপসা, কাস্টম ঘাট, পিকচার প্যালেস, শিববাড়ী, নিউমার্কেট, জোড়াগেট, খালিশপুর বিআইডিসি রোড, নতুন রাস্তার মোড়, দৌলতপুর, ফুলবাড়ীগেট হয়ে পূনরায় বৈকালী থেকে ফেরীঘাট মোড়ে এসে শেষ হয়। যাত্রাপথে নগরীর বিভিন্ন মোড়ে সংগঠনের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীসহ এই সেতু নির্মাণের দাবীতে ইতিপূর্বে যারা আন্দোলন সংগ্রাম করেছেন তাঁদের ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এ সময় রাস্তার দুইপাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ শোভা যাত্রাটি উপভোগ করেন।